চয়ন রায়ঃ কলকাতাঃ আজ জুনিয়র চিকিৎসকরা নবান্নের বৈঠক থেকে ফিরে এসে ‘আমরণ অনশন’ কর্মসূচী প্রত্যাহার করে নিলেন। গত ৫ ই অক্টোবর থেকে জুনিয়র চিকিৎসকরা দশ দফা দাবী নিয়ে ধর্মতলায় ‘আমরণ অনশন’-এ বসেছিলেন। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও ‘ভুখ হরতাল’ চলছিল। কিন্তু শেষ অবধি এই অনশন কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে। মূলত, আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের মা-বাবার কথাতেই আন্দোলন তোলা হয়েছে। পাশাপাশি নবান্ন-বৈঠকে প্রশাসনের যে ‘শরীরী ভাষা’ ভালো লাগেনি তাও জানিয়ে দিলেন।
মঙ্গলবার জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা যে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছিলেন সেটাও তুলে নেওয়া হয়। এদিন যখন কর্মসূচী প্রত্যাহারের কথা ঘোষণা করা হচ্ছে, তখন সেখানে উপস্থিত ছিলেন নির্যাতিতা চিকিৎসকের মা-বাবা উপস্থিত ছিলেন। এদিকে, অনশন প্রত্যাহারের কথা জানিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক রুমেলিকা কুমার জানান, ‘‘কোনো সরকারী অনুরোধে নয়, কাকু-কাকিমা (নির্যাতিতার বাবা-মা) ও সাধারণ মানুষের কথা ভেবেই অনশন তুলে নিলাম আমরা।’’
আবার জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, ‘‘আমরা সাধারণ মানুষের কথা ভেবেই আন্দোলন করছি। সাধারণ মানুষের কথা আমরাই ভাবছি। আমরাই ভাবব। তাই এই অনশন প্রত্যাহার করলাম। আগামী দিনের কর্মসূচী হিসাবে ঘোষণা করছি, আগামী শনিবার মহাসমাবেশ ডাকছি। আর জি কর মেডিকেল কলেজে সেটা হবে।’’