পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগণার গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি পরিদর্শনে যাবেন। আর সেখানে গিয়েই গঙ্গাসাগর সেতু প্রকল্পের শিলান্যাস করবেন। যা তৈরী হলে কাকদ্বীপ থেকে অপর প্রান্তে থাকা কচুবেড়িয়া কয়েক মিনিটের পথ হয়ে যাবে। ফলত গঙ্গাসাগরে যাওয়া পূণ্যার্থী, পর্যটক ও সাগরদ্বীপের ৪৩টি গ্রামে বসবাসকারী মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।

সারাবছর কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া যাতায়াতের জন্য একমাত্র ভরসা নদীপথ। নৌকা ও স্টিমারের উপর নির্ভর করেই যাতায়াত ব্যবস্থা চলে। তবে বর্ষার সময় বা কোনো কারণে নদীর জল উপচে পড়লে চরম অসুবিধা হয়। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই রাজ্য কেন্দ্রের কাছে বারবার সেতু তৈরীর জন্য আর্থিক সাহায্য চেয়েছিল। কিন্তু কেন্দ্র বরাবর এই ব্যাপারে নিয়ে নারাজ থেকেছে বলেই রাজ্যের শাসকদলের অভিযোগ।

উল্লেখ্য, দীর্ঘ ৪.৭৫ কিলোমিটার এই সেতুতে মোট চারটি লেন থাকবে। সেতু প্রকল্পের দায়িত্ব রাজ্যের পূর্ত দপ্তরকে দেওয়া হয়েছে। এই সেতুর জন্য প্রায় ১৬৭০ কোটি টাকা খরচ হতে চলেছে। এদিন মুখ্যমন্ত্রী দুপুর ২ টো ৩০ মিনিট নাগাদ এই সেতু প্রকল্পের শুভসূচনা করতে চলেছেন। আগামী চার বছরের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পূর্ণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে সেতুর নকশাও তৈরী হয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









