নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কলেজে অধ্যক্ষের ঘরেই দুই দল ছাত্রের মধ্যে প্রবল বচসা ও হাতাহাতি শুরু হয়। আর এই বচসার ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জানা যায়, প্রেমঘটিত সমস্যা নিয়েই এই ঝামেলার সূত্রপাত।
অভিযোগ, “এই কলেজের এক ছাত্রীর প্রেমঘটিত সমস্যার জেরে বহিরাগত এক ছাত্র কলেজে ঢুকে এবিভিপির সদস্য এক জন ছাত্রকে মারধর করে। আর বহিরাগত ওই ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের সদস্য হওয়ায় তৃণমূল ও এবিভিপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর তৃণমূল এবং এবিভিপির সদস্যরা অধ্যক্ষের ঘরে অভিযোগ জানাতে গিয়ে সেখানেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। দুই ছাত্র সংগঠন একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলতে শুরু করে।”
Sponsored Ads
Display Your Ads Hereতবে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অধ্যক্ষ সামু মৌলী এখনই এই বিষয় কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। অন্যদিকে, বহিরাগতরা কলেজে ঢুকে ছাত্রের গায়ে হাত তুললো কিভাবে সেই নিয়ে প্রশ্নও উঠেছে।