নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ ছেলের দেহ ব্যাগে করে নিয়ে বাবা জেলাশাসকের দপ্তরে হাজির হলেন। আর ব্যাগ খুলে সদ্যোজাতর মৃতদেহ দেখতেই উত্তরপ্রদেশের লখিমপুর খেরির জেলাশাসকের দপ্তরে শোরগোল ছড়িয়ে পড়ে। তবে ওই ব্যক্তির মুখে সব কথা শুনে জেলাশাসক বেসরকারী হাসপাতাল সিল করার নির্দেশ দিলেন।
সূত্রের খবর, মৃত সন্তানের বাবা বিপিন গুপ্তা নামে ওই ব্যক্তি অভিযোগ করেন, “স্ত্রীর ডেলিভারীর জন্য প্রথমে বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ স্বাভাবিক প্রসবে দশ হাজার টাকা ও সিজারের জন্য বারো হাজার টাকা বলেছিল। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর প্রসব যন্ত্রণা বাড়তেই হাসপাতাল কর্তৃপক্ষ ডেলিভারী চার্জ বাড়িয়ে দেন। রাত আড়াইটে নাগাদ কিছু টাকা জোগাড় করলেও তখনও হাসপাতাল কর্তৃপক্ষ আরো টাকা দাবী করেন।
আর জানিয়ে দেয়, ‘টাকা না দিলে অপারেশন শুরু হবে না।’ ফলে সন্তান প্রসবে দেরী হয়। এর জেরেই সন্তানের মৃত্যু হয়। শুধু তাই নয়, সন্তানের মৃত্যুর পর হাসপাতালটি স্ত্রীকে রাস্তায় বের করে দেয়। এরপর স্ত্রীকে নিয়ে এক জন চিকিৎসকের কাছে যান। তারপর ব্যাগে করে সন্তানের মৃতদেহ নিয়ে জেলাশাসকের দপ্তরে আসেন।” তবে জেলাশাসক দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।
Sponsored Ads
Display Your Ads Here
জেলাশাসক এক্স হ্যান্ডলে ঘটনাটি শেয়ার করে লেখেন, “সদ্যোজাতর মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন গোলদার হাসপাতাল সিল করেছে। ওই হাসপাতালে চিকিৎসারত রোগীদের জেলা মহিলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে।” এদিকে, জেলাশাসকের নির্দেশে এডিএম একে রাস্তোগী সৃজন হাসপাতাল পরিদর্শন করেন ও প্রসূতিদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।