নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ প্রাণে মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকা মেয়ের উপর যৌন নিপীড়ন চালাতেন সৎ বাবা। অবশেষে স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ নিয়ে পূর্ব বর্ধমানের কালনা থানার পুলিশের দ্বারস্থ হলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্তের বাড়ি মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায়। তিনি রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। বাড়িতে প্রথম পক্ষের স্ত্রী ও তিন জন মেয়ে থাকা সত্ত্বেও তিন বছর আগে নির্যাতিতার মায়ের সাথে কলকাতার বড়বাজারে আলাপ হওয়ার কিছু দিন পর বিয়ের প্রস্তাব দিয়ে স্ত্রীর সাথে সম্পর্ক ত্যাগ করে ওই মহিলাকে বিয়ে করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ছ’মাস আগে কালনা থানা এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু কাজের সূত্রে স্ত্রী বাড়ির বাইরে গেলেই সৎ মেয়ের উপর যৌন নির্যাতন করতেন। গত তিন মাস থেকে এই গোটা বিষয়টি মায়ের কাছে বলতে গেলেও বার বার হুমকির মুখে পড়েছে। কিন্তু সৎবাবার এই অত্যাচার আর সহ্য করতে না পেরে পুরো বিষয়টি মাকে জানায়।
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশ নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করে কালনা মহকুমা আদালতে পেশ করলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।