নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলী স্টেশনের কাছে কৃষ্ণপুর এলাকায় একটি পুকুরে ছেলেকে সাঁতার শেখাতে নিয়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে বাবা ও ছেলের। মৃতদের নাম ৩০ বছর বয়সী গোবিন্দ নাগ ও ৭ বছর বয়সী গৌরব নাগ। গোবিন্দ কৃষ্ণপুরের রবীন্দ্রনগর কালীতলায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকত। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে খবর, বিকেলবেলা গোবিন্দ কাজ থেকে বাড়ি ফিরে গৌরবকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে সাঁতার শেখাতে যায়। সন্ধ্যা হয়ে গেলেও ছেলেকে নিয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এরপর পাড়ে জুতো পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হতেই পুকুরে খোঁজ শুরু করেন। এছাড়া চুঁচুড়া থানাতেও খবর দেওয়া হয়। এদিকে বিপর্যয় মোকাবিলা বাহিনীও খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে। তারপর রাত ১১টা নাগাদ তাদের দেহ ওই পুকুর থেকেই উদ্ধার হয়।
পুলিশও ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দু’টিকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কোদালিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য পরিতোষ মজুমদার এই ঘটনা প্রসঙ্গে জানান, “গোবিন্দ মত্ত অবস্থায় গৌরবকে নিয়ে পুকুরে নেমেছিল।’’ কিন্তু পুলিশ এই নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে এই দুর্ঘটনাটি ঘটেছে কিভাবে তা ভালোভাবে খতিয়ে দেখছে।