চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন গায়ক তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষাল। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৭৮ বছর। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
অনুপ ঘোষাল সত্যজিৎ রায় পরিচালিত ‘হীরক রাজার দেশে’ ও ‘গুপি গাইন বাঘা বাইন’ এর মতো ছবিতেসঙ্গীত পরিবেশনার পাশাপাশি তপন সিনহা পরিচালিত ‘সাগিনা মাহাতো’ ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন। যা এখনো অবধি অনুরাগীদের মন ছুঁয়ে আছে। তিনি মূলত শ্যামাসঙ্গীত এবং নজরুলগীতির জন্য সঙ্গীত জগতে বিপুল প্রশংসা পেয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া অনুপ ঘোষালের পরিবেশিত ‘তুঝসে নারাজ নহি জিন্দেগি’ গানটি ব্যাপক সাড়া ফেলেছিল। আর বাংলা, হিন্দি সহ অসমিয়া ও ভোজপুরী ছবিতে সঙ্গীত পরিবেশন করে ভূয়সী প্রশংসা অর্জন করেছিলেন। অনুপ ঘোষালের প্রয়াণের খবর পাওয়া মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে লিখেছেন, “অনুপ ঘোষালের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ ঘোষালকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেন। এরপর হুগলীর উত্তরপাড়া বিধানসভা আসন থেকে প্রথম বার প্রার্থী হয়েই জয়ী হন। কিন্তু এরপরে আর তাঁকে তৃণমূল টিকিট দেয়নি। ফলে রাজনীতির সাথেও তাঁর যোগাযোগ ধীরে ধীরে কমতে শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Here