নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের ভুয়ো নিয়োগপত্র নিয়ে গ্রুপ ডি পদে চাকরীতে যোগ দিতে এসে ধরা পড়ল এক জন যুবক। ধৃতের নাম মোক্তার আলি। বাড়ি মালদার ইংলিশবাজার এলাকায়।
জানা গিয়েছে, মোক্তার ভুয়ো নিয়োগপত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিকের কাছে যায়। গ্রুপ ডি পদে নিয়োগ হয়েছে বলেও জানায় সে। কিন্তু নিয়োগপত্র দেখে জানা যায় নিয়োগপত্রটি সম্পূর্ণ জাল ছিল। এরপর পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পরে রাতেরবেলা গ্রেফতার করা হয়েছে। আজ অভিযুক্ত মোক্তারকে শিলিগুড়ি মহাকুমা আদালতে পেশ করা হলে দশ দিনের পুলিশী হেফাজতের আবেদন জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here