চয়ন রায়ঃ কলকাতাঃ হিন্দি থেকে বাংলা যেকোনো ভারতীয় সিনেমার গানের এক জন লিভিং লেজেন্ড হলেন কুমার শানু। যিনি একদিনে সর্বাধিক গান রেকর্ড করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন। কুমার শানু বহু হিট গান করে যেমন একাধিক অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তেমন মানুষের মন জয়ও করেছেন।
কিন্তু কুমার শানু কিভাবে কুমার শানু হয়ে উঠলেন তার পেছনে রয়েছে এক বড়ো ইতিহাস। কুমার শানুর জীবনে প্রথম প্রেমে প্রত্যাখানই তাঁকে এক জন সাধারণ গায়ক থেকে লেজেন্ড কুমার শানু তৈরী করেছে।
ঘটনাটি হলো, কুমার শানু একটি মেয়েকে ভালোবেসে ফেলেছিলেন। যখন তাঁর কাছে কোনো যশ-খ্যাতি কিছুই ছিল না। ফলে ভালোবাসাও মুখ ফিরিয়ে নিয়েছিল। আর জানিয়েছিল, “আমি তো তোমাকে ভালোবাসিনা। আমি কি জন্য তোমায় ভালোবাসব? তুমি কে? তুমি আমাকে কী খাওয়াবে? পারবে আমাকে খাওয়াতে?”
যা শুনে সেদিন কুমার শানু মাথা নীচু করে চলে এসেছিলেন। আর সেই ব্যর্থতাই আজ কুমার শানুকে সফলতার চূড়ায় নিয়ে গেছে। এখন সেই প্রেমিকার উদ্দেশ্যে একটা কথাই বলেন যে, “যেদিন তুমি আমাকে সেটা বলেছিলে, খুব ভালো করেছিলে, সেই জন্যই আমি কুমার শানু হতে পেরেছি। ধন্যবাদ।”