ব্যুরো নিউজঃ রাশিয়াঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের নির্দেশ অনুযায়ী ইউক্রে্নে সামরিক অভিযান শুরু করা হলেও রুশবাসী প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ চান না। তাই ইতিমধ্যেই রাশিয়ান নাগরিকরা শহরের পথে নেমেছেন। সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ প্রদর্শন করা হচ্ছে।
সূত্রের ভিত্তিতে জানা যায়, আজ থেকেই রাশিয়ায় ফেসবুক ও একাধিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট খুলছে না। মেডুজা, দ্যুসে ওয়েল্লে, আরএফই-আরএল এবং বিবিসির রাশিয়ার ভাষার পরিষেবাও পাওয়া যাচ্ছে না। ইউক্রেনের যুদ্ধ থামাতে রাশিয়ান নাগরিকেরা যে সোচ্চার হয়েছেন তা বন্ধ করতেই রুশ প্রশাসনের তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টের উপর বিধিনিষেধ আরোপ করার প্রসঙ্গে রাশিয়ার নিজস্ব সংবাদমাধ্যম রসকমনাজোর জানায়, “ওই অ্যাকাউন্টগুলি থেকে এমন কিছু তথ্য পোস্ট করা হয়েছে, যা বিশ্বাস এবং নির্ভরযোগ্য নয়। সেই কারণে ফেসবুক ব্যবহারকারীদের সুরক্ষা ও তথ্যের অধিকার নিশ্চিত করতেই সার্চ রেজাল্টে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”