নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ একটানা বেশ কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের প্রায় সব জেলাতেই জল জমেছে। আর সেই জমা জল থেকে ইতিমধ্যে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ২ শিশু সহ ৫ জন মারা গেছে।
আর এবার নদীয়ার বানগড়িয়াতে হাই টেনশনে তার রাস্তায় ছিঁড়ে পড়ে থাকায় ধান কেটে বাড়ি ফেরার পথে ওই তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ৪৮ বছর বয়সী আতিয়ার শেখের।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকালও আতিয়ার নিজের জমিতে ধান কাটতে গেছিলেন। ধান কেটে ফেরার পথেই তড়িদাহত হন।
এরপর দ্রুত এলাকাবাসী বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। নাকাশিপাড়ার পুলিশ গিয়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি থানায় নিয়ে আসলে সেখান থেকে শক্তিনগর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকা সহ গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।