নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ ষষ্ঠ দফা নির্বাচনে আজ সকাল থেকেই খবরের শিরোনামে মেদিনীপুর। এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের কান্দামারি আংশিক বুনিয়াদি বিদ্যালয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে রীতিমতো রণংদেহী রূপে দেখা গেলো। সেখানে দাঁড়িয়ে কার্যত আঙুল উঁচিয়ে পুলিশের সাথে কথাও বলেন। এছাড়া কেন্দ্রীয় বাহিনীকেও প্রশ্ন করেন, “রাজ্য পুলিশকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন কেন?”
জানা গেছে, অগ্নিমিত্রা পালের কাছে অভিযোগ আসছিল, এই বুথে বিজেপির পোলিং এজেন্টকে তৃণমূলের লোকজন ভয় দেখিয়ে বসতে দিচ্ছে না। এরপরই তিনি ছুটে এসে প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেন। জল ও খাবারও দিয়ে যান। পাশাপাশি ওই পোলিং এজেন্টকে আশ্বস্ত করে বলেন, “কোনো চিন্তা করিস না। আমি এখানেই আছি।”
Sponsored Ads
Display Your Ads Here
তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, “দরজার পাশে দাঁড়িয়ে বেঙ্গল পুলিশ ভোট করাচ্ছে। আর কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। প্রিসাইডিং অফিসার দেখছেন। আর আমার পোলিং এজেন্টকে বের করিয়ে তৃণমূল উঠিয়ে নিয়ে যাচ্ছে। এখন তাকে আবার ভিতরে বসিয়ে দিয়ে এলাম। ও ভয়ে কাঁদছে।”
Sponsored Ads
Display Your Ads Here