অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সাধুরামগছে অজ্ঞাত পরিচয় একজন বৃদ্ধ মহিলাকে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গতকাল সাধুরামগছের পাশে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে প্লাস্টিকের বস্তা দিয়ে বাঁধা অবস্থায় একজন মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘক্ষন ধরে তিনি রাস্তার ধারে পড়ে আছেন। ওই মহিলার শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। আর শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
ঘটনাস্থল থেকে ৩০০ মিটার দূরে চোপড়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। কেন ওই মহিলাকে হাসপাতালে না পৌঁছে রাস্তায় ফেলে রেখে গেছে তা জানা যায়নি। স্থানীয়রা পুলিশ প্রশাসনকে ফোন করলে পুলিশের একটি ভ্যান ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।