দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকা একজন যুবকের দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার ধরমপুর গ্রাম পঞ্চায়েতের নান্দার গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাপি অঙ্কুর নামে বছর ছাব্বিশের এই যুবক গতকাল থেকে নিখোঁজ ছিল। উল্লেখ্য যে এই বাপি বিজেপির ইলামবাজার মন্ডল কমিটির সদস্য ছিলেন। আজ সকালে গ্রাম সংলগ্ন শাল নদীর পাড় থেকে বাপির মৃতদেহ উদ্ধার হয়েছে।
https://www.youtube.com/watch?v=pAFKnSBVlts
Sponsored Ads
Display Your Ads Hereঘটনার খবর পেয়ে বীরভূমের বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা থানায় গিয়ে এই বিজেপির কর্মী খুনের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। এদিকে বিজেপির ইলামবাজার ব্লক সভাপতি বিকাশ ঘোষ এমন অস্বাভাবিক মৃত্যুর জন্য খুন করা হয়েছে বলে তিনি অভিযোগ এনেছেন।
ঘটনাস্থলে পুলিশ এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেছে। কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। অন্যদিকে তৃণমূল বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবী, “যেকোনো মৃত্যুই দুঃখজনক। আর পুলিশ সঠিকভাবে তদন্ত করুক তাহলে সমস্ত সত্য ঘটনা সামনে আসবে”।