অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ শহর জুড়ে মেসি ঝড় উঠলেও আজ কলকাতার যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। আর তাই নির্ধারিত সময়ের আগেই লিওনেল মেসি যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়লেন। এমনকি তাকে যে সংবর্ধনা দেওয়ার কথা ছিল, সেই সংবর্ধনা দেওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যান। সেই সঙ্গে লুই সুয়ারেজ, রড্রিগো ডি’পল সহ আর্জেন্টাইন বিশ্বকাপার বেরিয়ে যান।


জানা গেছে, লিওনেল মেসিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখার জন্য তিনটি জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল। মাঠে লিওনেল মেসিকে ঘিরে প্রায় আশি জনের একটা দল ছিল। কিন্তু সাধারণ মানুষ হাজার হাজার টাকা খরচ করে টিকিট কাটলেও লিওনেল মেসিকে ভালো করে দেখতে পাননি বলে অভিযোগ করেন। ফলে যুবভারতীর দর্শকদের মধ্যে একটা ক্ষোভ তৈরী হয়। ফ্লেক্স, ব্যানার সব ছেঁড়া হয়। এছাড়া দর্শকাসন থেকে মাঠে জলের বোতল ছোঁড়া হয়। অনেকে আবার গ্যালারির গেট ভাঙার চেষ্টাও করেন। এমনকি অগ্নিসংযোগ ঘটানোরও চেষ্টা করা হয়।

অন্যদিকে, মাঠের বাইরে দর্শকরা ক্ষোভের সুরে বলতে থাকেন, “আমরা কিচ্ছু দেখতে পাইনি। অলমোস্ট দশ হাজার টাকার টিকিট। শুধু মন্ত্রীরাই ওখানে ঘুরে বেড়াচ্ছে।” তবে প্রশ্ন উঠছে, যে খেলার মাঠে জলের বোতল নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে দর্শকরা জলের বোতল নিয়ে ঢুকলেন কিভাবে? তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরী হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









