অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ট্যাংরার তিলখানার কাছে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়েছে। এমনকি ওই কারখানা লাগোয়া মজুতঘরেও আগুন লেগে যায়। এই ঘটনায় এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
প্রথমে এলাকাবাসীরাই জলের বালতি হাতে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল বাহিনী দমকলের দশটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
প্রাথমিক ভাবে অনুমান যে, ওই কারখানার ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন সব জায়গায় ছড়িয়ে পড়ে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার পরই আগুন লাগার কারণ জানার চেষ্টা করা হবে।