কোভ্যাক্সিন দেওয়াকে ঘিরে উত্তেজিত শহরবাসী
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ গঙ্গারামপুরঃ করোনা ভ্যাক্সিন প্রদানকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি মোকাবেলায় বিশাল পুলিশবাহিনী ও প্রশাসনিক কর্তারা এসে হাজির হয়। গঙ্গারামপুর ব্লকের টুরিস্ট লজের ভ্যাক্সিন প্রদান কেন্দ্রে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, সরকারী নির্দেশিকা অনুযায়ী ৪৫ বছরের ঊর্ধ্বে ৫০ জন এবং ১৮ বছরের ঊর্ধ্বে ১৫০ জনকে গঙ্গারামপুর টুরিস্ট লজ থেকে ভ্যাক্সিন দেওয়া হবে। এই নির্দেশিকা মতোই সকাল থেকেই গঙ্গারামপুর টুরিস্ট লজের সামনে গঙ্গারামপুর শহর ও ব্লকের মানুষজন ভ্যাক্সিনের জন্য ভিড় জমাতে থাকে।
অভিযোগ ওঠে যে, বেলা বাড়তেই প্রশাসন পৌরসভা এলাকার বাসিন্দাদের ভ্যাক্সিন দিতে নিষেধাজ্ঞা জারি করে। শুধুমাত্র গ্রামীণ এলাকার মানুষজনকেই টুরিস্ট লজ থেকে ভ্যাক্সিন দেওয়া হবে। এমন খবর ছড়িয়ে পড়তেই পৌরসভা এলাকার মানুষজন বিক্ষোভ দেখাতে থাকে। যার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।
এমন ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এর পাশাপাশি গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে প্রশাসনিক আধিকারিকদের হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল জানালেন, “আগামীকাল থেকে টুরিস্ট লজ থেকে শহর এলাকার বাসিন্দাদের ভ্যাক্সিন দেওয়া হবে না। গঙ্গারামপুর টুরিস্ট লজ থেকে শুধুমাত্র গ্রামীণ এলাকার মানুষদেরই ভ্যাক্সিন দেওইয়া হবে”।