ঘরে সবার মা-বোন আছে ভোটটা ভেবে দিবি, মন্তব্য কৌশানীর
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ “ঘরে সবার মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি”। ভোটারদের লক্ষ্য করে এই বাক্যই প্রয়োগ করেন নদীয়ার কৃষ্ণনগর উত্তরের তারকা প্রার্থী কৌশানী মুখার্জী।
আর সেই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য রাজ্য রাজনীতি। গোটা রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছে। অনেকে আবার তাপস পালের ছায়া দেখতে পাচ্ছেন কৌশানী মুখার্জীর মধ্যে।
উল্লেখ্য, একদিন আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নিমেষের মধ্যে তা ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় কৌশানী মুখার্জী ভোটারদের উদ্দেশ্যে বলছেন, “আপনাদের ঘরে মা-বোন রয়েছে তাই ভোটটা ভেবেচিন্তে দিবি”। এই ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে।
যদিও এই ভিডিও ভাইরাল হওয়া নিয়ে চিন্তিত নন তৃণমূলের তারকা প্রার্থী। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি বলতে চেয়েছি বিজেপি শাসিত রাজ্য গুলোতে কোনো মা-বোন সুরক্ষিত নয়। সেখানে দিনের পর দিন মেয়েরা ধর্ষিত হয়। সেই কারণেই এই রাজ্যে যেন বিজেপি সরকার না আসে। আমি সেটাই বোঝাতে চেয়েছি কিন্তু বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে”।