যোগী রাজ্যেও অক্সিজেনের অভাবে মৃত্যু ১ করোনা রোগীর
অভিজিৎ গুহঃ উত্তরপ্রদেশঃ বিভিন্ন রাজ্যের পাশাপাশি উত্তরপ্রদেশেও হাসপাতালে করোনা রোগীদের জন্য অক্সিজেনের অভাব লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয় হাসপাতালে বেড সংখ্যাও যথেষ্ট সীমিত।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের মধ্যে আরো একজন রোগী অক্সিজেনের অভাবে ছট্ফট্ করতে করতে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
এছাড়া এই ভিডিওর পাশাপাশি জানা যাচ্ছে যে, রোগীরা হাসপাতালে গেলে অক্সিজেনের অভাবে সেখান থেকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন যে, “আগামী ৩৬ ঘণ্টার মধ্যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করা হবে”। এমনকি ‘মেডিকেল অক্সিজেন’ গাড়ি রেলপথে বোকারো থেকে লখনউ এসেছে। আর 10 রেমেডিসীবীর ইনজেকশনের ডোজও পৌঁছাচ্ছে।
গোটা দেশ জুড়ে বিপুল পরিমান অক্সিজেনের অভাব দেশবাসীকে আতঙ্কিত করে তুলছে।