Indian Prime Time
True News only ....

৮০ বছর বয়সেও নজর কাড়ছেন উত্তরপ্রদেশের এই দুধ বিক্রেতা

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ ৮০ বছর পেরিয়ে গেলেও উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা তথা দুধ ব্যবসায়ী রমেশচাঁদ কুশওয়া সকলে নজর কাড়ছেন। ৩৫ বছর আগে রমেশচাঁদবাবুর স্ত্রীবিয়োগ হয়েছে। বহু বছর ধরে কন্যা সহ নাতি-নাতনীদের সাথে দেখাও করেননি। আর তার একটাই কারণ, তার গোঁফ। বহু দিন থেকে রমেশচাঁদবাবুর গোঁফ লম্বা করার শখ ছিল। কিন্তু গোঁফের দৈর্ঘ্য বাড়ানো যায় কিভাবে? তা নিয়েও চর্চাও করেছিলেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

দুধ বিক্রি করার পাশাপাশি দিনের অধিকাংশ গোঁফের যত্নে সময় দিতেন। তিনি এই প্রসঙ্গে জানান, ‘‘বইয়ের পাতায় এক জন লম্বা গোঁফওয়ালা ব্যক্তির ছবি দেখেছিলেন। এরপর থেকে গোঁফ লম্বা করার ইচ্ছা জাগে। এরপর স্ত্রীর মৃত্যু হতেই গোঁফের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য তোড়জোড় শুরু হয়।’’ তারপর গোঁফ কামানো বন্ধ করে দেন। এছাড়া দই, দুধ, মাখন ও ক্রিম লাগালে গোঁফ লম্বায় বাড়তে পারে শুনে সেগুলি লাগাতেন। আর গোঁফ মজবুত হওয়ার জন্য সুতো দিয়ে জড়িয়ে রাখেন। পাশাপাশি গোঁফ নিয়ে মাথার উপরে একটি বলের সাথে বেঁধে রাখেন। 

এমনকি লোকজনের সাথে দেখা করলে গোঁফ ছিঁড়ে যেতে পারে বলে কন্যা সহ নাতি-নাতনী সকলের সাথে দেখা করা বন্ধ করে দেন। গোটা বিষয়টি জনসমক্ষে আসতেই দূরদূরান্ত থেকে পর্যটকেরা রমেশচাঁদবাবুর সাথে দেখা করতে তার দুধের দোকানে যান। সাথে ছবিও তোলেন। এই বিষয়ে এও বলেন, ‘‘একবার তাজমহল ঘুরতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ তাকে দেখে বিদেশী পর্যটকেরা ঘিরে ধরেছেন। তাজমহলের চেয়ে তাকে নিয়েই তাঁদের আগ্রহ বেশী। তার সাথে প্রচুর ছবিও তুলেছিলেন। এতো ভালবাসা পেয়ে তিনি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করেন।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored