ব্যুরো নিউজঃ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরানের পরেও লখনউ অধিনায়ক লোকেশ রাহুলের জরিমানা হয়েছে। এবারের আইপিএলে রাহুল দ্বিতীয় বারের জন্য একই অপরাধ করায় জরিমানার টাকা বেশী। রাহুলের পাশাপাশি দলের প্রথম একাদশের বাকি ক্রিকেটারদের ছ’লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, তাঁকে রাহুল শর্মাদের বিরুদ্ধে মন্থর বল করার জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর তৃতীয়বার রাহুল একই অপরাধ হলে এক ম্যাচে নির্বাসিত করা হবে লখনউয়ের অধিনায়ককে। তাঁকে জরিমানা দিতে হলেও লিগ তালিকায় অবশ্য রোহিত শর্মাদের হারিয়ে প্রথম চারে ঢুকে পড়েছেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
রাহুল মুম্বইয়ের বিরুদ্ধে ৬২ বলে মোট ১০৩ রান করেন। এই বারের আইপিএলে আবার মুম্বইয়ের বিরুদ্ধে এটি রাহুলের দ্বিতীয় শতরান। প্রথমে লখনউ ব্যাট করে ১৬৮ রান করে। আর মুম্বই ১৩২ রান করে। অর্থাৎ লখনউ ৩৬ রানে ম্যাচ জেতে।