Indian Prime Time
True News only ....

৯৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কুয়োয় আটকে রইলো রাজস্থানের চেতনা

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ গত ৯৬ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজস্থানের কোটপুতলির ৩ বছর বয়সী চেতনাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভারী বৃষ্টির জেরে উদ্ধারকাজ ব্যহত হয়েছে। প্রসঙ্গত, সোমবার দুপুরবেলা চেতনা খেলতে খেলতে সাতশো ফুট গভীর একটি খোলামুখ কুয়োতে পড়ে যায়। প্রথমে সে কুয়োর পনেরো ফুট গভীরে আটকে ছিল। কিন্তু পরিবারের সদস্যরা টেনে বার করা চেষ্টা করতে গেলে দেড়শো ফুট গভীরে পড়ে যায়। এরপর উদ্ধারকারীদের খবর দেওয়ার পর কাজ শুরু হয়। আর চেতনার যাতে শ্বাস-প্রশ্বাসের সুবিধার জন্য কুয়োর মুখ দিয়ে একটি অক্সিজেন পাইপও প্রবেশ করানো হয়েছে।

সূত্রে খবর, আধুনিক কৌশল ব্যবহার করে চেতনাকে ত্রিশ ফুট অবধি তুলে আনা হয়েছে। তবে তারপর থেকেই উদ্ধারকাজে নানা রকম জটিলতার সৃষ্টি হয়েছে। এখনো চেতনাকে ১২০ ফুট উপরে তুলে আনতে হবে। কিন্তু চেতনার কোনো নড়াচড়া লক্ষ করা যাচ্ছে না বলে জানা গিয়েছে। আপাতত কুয়োর সমান্তরালে ১৭০ ফুট গভীর গর্ত খোঁড়া হয়েছে। তার মধ্যে ১৬২ ফুট দীর্ঘ পাইপ প্রবেশ করানো হয়েছে। এছাড়া আরো আট ফুট পাইপ প্রবেশ করানোর কাজ চলছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

ওই পাইপ লাগানোর কাজ শেষ হলেই ‘র‌্যাটহোল’ খননকারীরা সেই পাইপের মাধ্যমে নীচে নামবেন। এরপর আড়াআড়ি ভাবে আরো কুড়ি ফুটের সুড়ঙ্গ খুঁড়ে কুয়োর সাথে সংযোগস্থাপন করা হবে। তবে গতকাল রাত থেকে ভারী বৃষ্টির কারণে কাজের গতি মন্থর হয়ে গিয়েছে। কোটপুতলি-বাহারোড় জেলাশাসক কল্পনা আগরওয়াল এই সমস্যার কথা স্বীকার করেছেন। উল্লেখ্য যে, একের পর এক দুর্ঘটনার কারণে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ২০১৪ সালে র‌্যাট-হোল মাইনিংকে নিষিদ্ধ ঘোষণা করে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored