নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীর চৌধুরীর জমানার দাঁড়ি পড়লো। বাংলায় রাহুল গান্ধী ঘনিষ্ঠ শুভঙ্কর সরকার কংগ্রেসের নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নিয়োগ হলেন। গতকাল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে শুভঙ্কর সরকারকে নিয়োগ করেন। প্রেস বিবৃতিতে প্রদেশ সভাপতি হিসেবে অধীর চৌধুরীর অবদানেরও প্রশংসা করা হয়েছে।
লোকসভা নির্বাচনের পরই অধীর চৌধুরী বলেছিলেন, ‘‘তিনি প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খাড়্গে সর্বভারতীয় সভাপতি হওয়ার পর কোনো রাজ্যে সভাপতি নিয়োগ করা হয়নি জানিয়ে নিজেকে অস্থায়ী সভাপতি অ্যাখ্যা দিয়েছিলেন। পরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে আর প্রদেশ সভাপতি না থাকার কথা জানিয়েছিলেন।’’ এরপর থেকে অধীর চৌধুরীর জায়গায় নতুন কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়। একাধিক নামও সামনে উঠে আসে। অবশেষে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একসময় যুব কংগ্রেসের দায়িত্বে থাকা শুভঙ্কর সরকারকেই বেছে নিল।
উল্লেখ্য, তিনি ওড়িশা সহ একাধিক রাজ্যে এআইসিসির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন দিল্লিতেও সংগঠনের কাজ করেছেন। এদিন প্রদেশ সভাপতি করার পর এআইসিসির সম্পাদকের দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে। অধীর চৌধুরীর জায়গায় শুভঙ্কর সরকারকে দায়িত্ব দেওয়ার পিছনে কোন যুক্তি কাজ করেছে, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। কিন্তু তিনি বরাবরই তৃণমূলের বিরোধী। কেন্দ্রে ইন্ডিয়া জোটে কংগ্রেস ও তৃণমূল দুই দলই রয়েছে। তবে লোকসভার প্রচারে তৃণমূলকে লাগাতার নিশানা করেছিলেন। এদিকে, লোকসভা নির্বাচনে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের সাথে সঙ্গে জোট না হওয়ার জন্য অধীর চৌধুরীকেই দায়ী করেছে।