ব্যুরো নিউজঃ ফ্রান্সঃ ভোট সংখ্যা ও জনপ্রিয়তায় ভাটা পড়লেও এবারও ইমানুয়েল মাকরঁ ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হলেন। এই নিয়ে প্রেসিডেন্ট পদে টানা দু’বার জিতলেন যা আধুনিক ফ্রান্সের ইতিহাসে কার্যত নজিরবিহীন।
ইমানুয়েল মাকরঁ প্রতিদ্বন্দ্বী তথা অতি দক্ষিণপন্থী মারিন লা পেনকে হারিয়ে জয়ী হয়েছেন। কিন্তু মারিন লা পেন ভোট শতাংশের বিচারে অবশ্য আশানুরূপ লড়াই করতে পারেননি। ইমানুয়েল মাকরঁ পেয়েছেন ৫৮.২ শতাংশ ভোট। এদিকে মারিন লা পেনে পেয়েছেন ৪১.৮ শতাংশ ভোট।
Sponsored Ads
Display Your Ads Here
নির্বাচনের আগে থেকেই সমীক্ষা অনুযায়ী ইমানুয়েল মাকরঁ লা পেনের বিরুদ্ধে এগিয়ে ছিলেন। তবে গত বারের তুলনায় ইমানুয়েল মাকরেঁর জনপ্রিয়তা যে কমেছে তা ভোট শতাংশের পরিসংখ্যান অনুযায়ী অত্যন্ত স্পষ্ট। গত বার তাঁর দখলে ৬৬.১ শতাংশ এসেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এই জয়ের পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছেন, ‘‘ফ্রান্সের প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন বন্ধু!’’ ফলে ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত সহযোগীতার আরো দৃঢ় হবে বলে আশাবাদী নরেন্দ্র মোদী।
Sponsored Ads
Display Your Ads Here