নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আজ সকালে মহারাষ্ট্রের অমরাবতীর ওয়ার্ধা নদীতে নৌকোডুবিতে প্রাণ হারালেন ১১ জন। প্রাথমিক খবরে জানা গিয়েছে মৃতেরা সকলেই একই পরিবারের সদস্য। এখনো অবধি চারটি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত বাকি ৮ জনের খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। তবে ইতিমধ্যেই পুলিশ উদ্ধার কাজ শুরু করে দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহেই অসমের জোরহাটে ব্রহ্মপুত্র নদীতে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে দুটি নৌকাই ডুবে যায়। এই নৌকাডুবির ঘটনায় ৮০ জনেরও বেশী যাত্রী নদীতে তলিয়ে গিয়েছিলেন। যাদের মধ্যে অধিকাংশকেই উদ্ধার করা সম্ভব হলেও ওই দুর্ঘটনায় একজন মহিলা যাত্রী প্রাণ হারিয়েছেন বলে জানা যায়।
Sponsored Ads
Display Your Ads Here