নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ গতকাল রাতে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ২৫ টি হাতির দল ঢুকে পড়ে বিষ্ণুপুরের বাঁকাদহ রেঞ্জের ফুলবনি মৌজায়। তাতেই ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রাতভর চলে হাতি তাণ্ডব। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘের পর বিঘে জমির ধান। ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে।
কিছু মাস আগেই প্রায় ৮০টি হাতির দল বাঁকুড়া ছেড়ে ফিরে গিয়েছিল পশ্চিম মেদিনীপুরে। তখনও যাত্রাপথে হাতির তাণ্ডবে ফসলের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই চাপ থেকে এখনও মুক্ত হতে পারেননি কৃষকরা। তারমাঝেই রবিবার রাতে পশ্চিম মেদিনীপুর থেকে ২৫ টি হাতির দল ঢুকে পড়ল বাঁকুড়ায়। এদিকে জমিতে জমিতে এখনও আমন ধান। ওঠেনি ঘরে। তার আগেই ফের হাতির হানায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
সবথেকে বেশি ক্ষতি হয়েছে ফুলবনি মৌজায় থাকা বিঘের পর বিঘে আমন ধানের জমি। হাতির হাত থেকে কষ্টে বোনা ফসল রক্ষা করতে রাতভর পাহারাও দেন কৃষকা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ক্ষোভে ফুঁসছেন কৃষকরা। তাঁরা বলছেন, বন দফতরের কর্মী ও আধিকারিকেরা ঘটনাস্থলে থাকলেও হাতির মুখ থেকে ফসল রক্ষা করার জন্য কোনও পদক্ষেপ করা হয়নি। যদিও বন দফতর বলছে, দ্রুত ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
Sponsored Ads
Display Your Ads Here