নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম মেদিনীপুরে হাতির তাণ্ডবের কথা প্রায়শই শোনা যায়। এবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির গোদা পিয়াশাল জঙ্গলের কাছে আনন্দপুর থানার বেশ কয়েকটি গ্রামে হাতির উপদ্রব বেড়েই চলেছে।
গোদাপিয়া শালের জঙ্গলে থাকা প্রায় ছ’টি মা হাতি সন্তান প্রসব করেছে। তাই হাতির পাল ওই জঙ্গল ছেড়ে কোথাও যাচ্ছে না। তাই জঙ্গলের আশেপাশের গ্রামগুলিতে গিয়ে প্রায়ই তাণ্ডব চালাচ্ছে তারা। হাতির হামলায় ফসলের ক্ষতি থেকে শুরু করে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া কিছুই বাদ পড়ছে না। যার ফলে এলাকার গ্রামবাসীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
আবার গতকাল শালবনি ব্লকের কদমডিহা গ্রামে একটি পূর্ণবয়স্ক হাতি এসে আলু চাষের জমিতে ঢুকে তাণ্ডব চালায়। ফলে কয়েকবিঘা জমিতে হওয়া আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।
গ্রামবাসীরা পুরো বিষয়টি বনদপ্তরকে জানিয়েছেন। প্রায় প্রতিদিনের এই হাতির তাণ্ডবে অতিষ্ট হয়ে যাচ্ছে এলাকাবাসী। এছাড়াও তাদের প্রবল উৎপাতের ফলে একদিকে ক্ষতির ভয়ে এবং অপরদিকে প্রানহানির আতঙ্কের মধ্যে দিয়েই দিন কাটাচ্ছেন তারা।