নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ ১৩ বছরের এক নাবালিকাকে ভুলিয়ে যৌন পেশায় নিযুক্ত করলেন মায়েরই বান্ধবী। জানা যাচ্ছে, গত ৮ মাসে নাবালিকাকে আশি বার ধর্ষণ করা হয়েছে। গতকাল তাকে অন্ধ্রপ্রদেশের গুন্টুর অঞ্চল থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যখন নাবালিকার মা করোনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তখন ওই মহিলা হাসপাতালে উপস্থিত ছিলেন। গত বছরের জুন মাসে নাবালিকার মা মারা গেলে তিনি সকলের অগোচরে তাকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। আর কিছু টাকার বিনিময়ে মেয়েটিকে যৌন পেশায় নামিয়ে দেন।
নিখোঁজ হওয়ার প্রায় দু’মাস পর নাবালিকার বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জানতে পারেন যে, ওই মহিলার নাম সাবর্ণা কুমারী। গত ৮ মাসে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার বিভিন্ন এলাকায় যৌনকর্মী হিসেবে মেয়েটিকে ব্যবহার করেন।
এরপর পুলিশ ৮০ জন অভিযুক্তকে চিহ্নিত করেছেন যাদের মধ্যে বেশ কয়েকজন পলাতক। কিন্তু গতকাল এক বিটেক ছাত্র সহ দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৩ টি অটো-বাইক, একটি গাড়ি এবং ৫৩ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। দ্রুত সব অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে। তবে অভিযুক্তদের মধ্যে এক জন লন্ডনে রয়েছে।