নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ তেলেঙ্গানার সেকেন্দরাবাদে ই-বাইকের দোকানে ভয়াবহ আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৮ জনের। আর আহত হয়েছেন বেশ কয়েক জন। এই অগ্নিকাণ্ডে চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়।
সূত্র মারফত জানা যায়, গতকাল সেকেন্দরাবাদে একটি বহুতলের নীচে থাকা একটি ই-বাইকের শোরুমে আগুন লাগে। ভয়াবহ আগুনে দোকানে রাখা বেশ কয়েকটি ই-বাইক একেবারে পুড়ে গিয়েছে। আর বহুতলের উপর তলায় অতিথি নিবাসও রয়েছে। অগ্নিকাণ্ডের সময় ওই অতিথিনিবাসে ২৫ জন ছিলেন।
আগুন লাগার পরই বহুতল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কেউ কেউ জানলা দিয়েও ঝাঁপ দেন। দমকলের বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনার পাশাপাশি অগ্নিকাণ্ডে আটকে পড়া ন’জনকে উদ্ধার করেছেন। এছাড়া রাজ্যের প্রাণীসম্পদ মন্ত্রী টি শ্রীনিবাস যাদব খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যে তদারকি করেন।
কিন্তু এখনো অবধি আগুন লাগার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই বহুতলটির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।