অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এসএসসি ভবনের পাশাপাশি ডিরোজিও ভবনেও অবস্থান বিক্ষোভ চলছে। শিক্ষাকর্মীরাও অনবরত বিক্ষোভ দেখাচ্ছেন। ডিরোজিও ভবনের গেটের বাইরে দাঁড়িয়ে শিক্ষাকর্মীদের বক্তব্য, “ওই ভবনের ভিতরে একটি ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিন থেকেই শিক্ষাকর্তা-আধিকারিকদের কাছে খাবার যাচ্ছে।” তাতেই তাদের আপত্তি। কারণ রাতভর না খেয়ে অনিদ্রা অবস্থায় চাকরীহারারা রাস্তায় হকের চাকরীর দাবীতে পড়ে রয়েছেন।

এক জন চাকরীহারা বলেন, “এই ভবনের ওপর আমাদের কোনো ক্ষোভ ছিল না। বিদ্যাসাগর ভবনের লাগোয়া মধ্যশিক্ষা পর্ষদের অফিস। এই ক্যান্টিন থেকেই মধ্যশিক্ষা পর্ষদের অফিসে অনবরত খাবার যাচ্ছে। আমরা সকালে বারণ করে গিয়েছিলাম, খাবার যেন এখানে না যায়। জালিয়াতি করে খাবার পাঠাচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের স্টাফরা চুরি করে চাকরী দিয়েছে, এখন তারাই ভিতরে বসে রয়েছেন। আমাদের আট জন সহকর্মী অনশনে বসে, আর ওনারা খাবেন! আর্টিকাল ২১, আর্টিকাল ১৬, আর্টিকাল ১৪-এগুলো কোথায় গেল, শুধু আমাদের বেলাতে সুপ্রিম কোর্ট মনে রেখেছে! জীবনের কোনো দাম নেই।”
Sponsored Ads
Display Your Ads Hereপাশাপাশি ক্যান্টিন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয়েছে। এক জন চাকরীহারা জানান, “আমাদের পেটের ভাতটা কেড়ে নিয়েছে। এদিকে ক্যান্টিন থেকে খাবার যাচ্ছে! আমরা বলে দিচ্ছি, এবার আত্মহত্যা করব।”