Indian Prime Time
True News only ....

২১ শে এপ্রিলের মধ্যে যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চে’র সদস্যরা এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। সেই মতো সল্টলেকের করুণাময়ী থেকে এসএসসি ভবন অবধি মিছিল হয়। অন্য দিকে, দুপুরবেলা বিকাশ ভবন চাকরীহারাদের দাবী অনুযায়ী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরীহারাদের বারো জন প্রতিনিধিকে বিকাশ ভবনে বৈঠক করতে অনুমতি দিয়েছে। তিন ঘণ্টা পর এই বৈঠক শেষ হয়েছে।

বৈঠকে ব্রাত্য বসুর কাছে যোগ্য-অযোগ্যদের নামের তালিকা ও ওএমআরের মিরর ইমেজ প্রকাশ্যে আনার বিষয় নিয়ে কথা হয়েছে। এছাড়া পরবর্তী আইনী পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে। আর রিভিউয়ের আবেদন করার আগে কি ধরণের আলোচনা করা হবে তা নিয়েও আলোচনা হয়েছে। চাকরীহারাদের প্রতিনিধিরা জানান, ‘‘শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন, ২২ লক্ষ পরীক্ষার্থীর ওএম‌আরের প্রতিলিপি প্রকাশ করা হবে। ইতিমধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরী করতে শুরু করে দিয়েছেন।

আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যেতে পারে। আইনী পরামর্শ নিয়ে আগামী ২১ শে এপ্রিলের মধ্যে তা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে।’’ তবে এও জানানো হয়েছে, ওএমআরের প্রকৃত মিরর ইমেজ নেই। যদি তা থাকত, তাহলে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) তা খুঁজে পেত। সিবিআইয়ের কাছে যে প্রতিলিপি আছে, সেটিই প্রকাশ্যে আনা হবে। চাকরীহারাদের তরফে মেহেবুব মণ্ডল বলেন, ‘‘তবে এখনই আমাদের স্বস্তি নেই। স্বস্তি সেদিনই পাব, যেদিন আমরা আইনী ভাবে জিতে ফিরব।’’

Get real time updates directly on you device, subscribe now.