চয়ন রায়ঃ করোনা পরিস্থিতির জেরে গত মার্চ মাস থেকেই বন্ধ হয়েছে সমগ্র শিক্ষাপ্রতিষ্ঠান। শীতে এই প্রকোপ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এই আশঙ্কা থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাস্তরে স্কুল খোলার সম্ভাবনার কথা জানানো হলেও এরকম কঠিন পরিস্থিতিতে কোনোরকম বিপজ্জনক পদক্ষেপ নিতে নারাজ রাজ্য সরকার। তাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সিলেবাসের ক্ষেত্রে ৩০-৩৫ শতাংশ কমানো হবে বলে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী।
আর বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে উপাচার্যদের সাথে বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে যে কলেজগুলি কবে থেকে চালু হতে পারে আর সেখানে পাঠক্রমে কোনো পরিবর্তন আসবে কিনা। করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত ও সাবধানতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।