অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) রাজ্যের একাধিক বেসরকারী মেডিকেল কলেজে হানা দিয়েছে। এদিন ইডি রাজ্যের আটটি বেসরকারী মেডিকেল কলেজে তল্লাশি অভিযান চালাচ্ছে। এছাড়া কলেজগুলির মালিকের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।
ইডি সূত্রেই জানা গেছে, হলদিয়ায় তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের বাড়ি সহ তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিকেল ও ডেন্টাল কলেজেও তল্লাশি চালানো হচ্ছে। হলদিয়া ছাড়াও বীরভূমে মলয় পীঠের কলেজ এবং পশ্চিম বর্ধমানের তিনটি বেসরকারী মেডিকেল কলেজ ও কলকাতার তারাতলা এলাকার এক মেডিকেল কলেজের মালিকের আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
তবে রাজ্যের আটটি মেডিকেল কলেজের পাশাপাশি সারা দেশে এই ধরণের আঠাশটি বেসরকারী কলেজে অভিযান চালানো হচ্ছে। অভিযোগ, ‘‘ভুয়ো শংসাপত্র ব্যবহার করে টাকার বিনিময়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে এনআরআই কোটার মাধ্যমে অযোগ্যদের ভর্তি করানো হয়েছে’’। প্রাথমিক ভাবে জানা যায়, ইডি এনআরআই কোটা সংক্রান্ত দুর্নীতির মামলায় তদন্তে নেমেছে। এই বিষয়ে আগেই সুপ্রিম কোর্ট ক্ষোভপ্রকাশ করেছিল। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সক্রিয় হয়। তদন্তের সূত্রেই দেশব্যাপী এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে।