অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার রোজভ্যালি কেলেঙ্কারিতে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) রোজভ্যালি গ্রুপ অফ কোম্পানী ও তার প্রোমোটারদের স্থাবর-অস্থাবর সহ রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু এবং গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রার নামে থাকা বিমা মিলিয়ে নতুন করে ৫৪ কোটি টাকারও বেশী সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
এখনো অবধি এই কেলেঙ্কারিতে মোট ১১৭১.৭১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, ২০০২ সালে আর্থিক তছরুপের আইনে বেআইনী অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির কোটি কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। নতুন করে যে ৫৪ কোটি টাকার বেশী সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক বাড়ি-জমি রয়েছে।
২০১৫ সালের মার্চ মাসে রোজভ্যালির কর্ণধার গ্রেফতার হয়। পাশাপাশি শুভ্রা কুন্ডুকেও গ্রেফতার করা হয়েছিল। এরপর যত তদন্ত এগিয়েছে ততই একের পর তথ্য প্রকাশ্যে এসেছে। অতীতে এই মামলায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালোনো হয়েছে। যাদের মধ্যে দুই জন টলিউড অভিনেতাকেও তলব করা হয়েছিল।