ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ আজ বাংলাদেশের স্থানীয় সময় ৯টা ৩৫ মিনিটে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, চুয়াডাঙা, রংপুর, নোয়াখালি, রাজশাহী সহ একাধিক এলাকায় ভূকম্পন অনুভূত হয়। ফলে মানুষ আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৫.৬ ছিল। আর উৎসস্থল কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, উৎসের গভীরতা মাটি থেকে ৫৫ কিলোমিটার নীচে ছিল। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলী ও উত্তর চব্বিশ পরগণার পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলা এমনকি ত্রিপুরা এবং মিজোরামের বেশ কিছু এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে।
অন্যদিকে লাদাখেও সকালবেলা ৮টা ২৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৩.৪ ছিল। আর উৎসের গভীরতা মাটি থেকে দশ কিলোমিটার নীচে ছিল। তবে এখনো অবধি ভূমিকম্পের প্রভাবে কোথাও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।