ব্যুরো নিউজঃ মায়ানমারঃ মায়ানমারের উত্তরে কাচিন রাজ্যে সরকার বিরোধী একটি বিদ্রোহী সংগঠন কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন (কেআইও) অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের একটি সংগঠনের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত গানের জলসায় মায়ানমারের সেনা আকাশপথে হামলা চালিয়ে হত্যা করেছেন ৬০ জনকে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, ছুটির দিনে চলা গানের জলসায় প্রায় ৩০০ থেকে ৫০০ জন লোকের জমায়েত হয়েছিল। ওই অনুষ্ঠানে শিল্পীরা গান গাইছিলেন। বহু গণ্যমান্য অতিথি আমন্ত্রিতদের আসনে উপস্থিত ছিলেন। দর্শকরা হাততালিও দিচ্ছিল। অতএব ওই অনুষ্ঠান জমে উঠেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু আচমকা দেশের জুন্টা সরকারের সেনাবাহিনী বোমা বর্ষণ চালাতেই অতিথিরা আসন থেকে মাটিতে রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েছেন। গানের মঞ্চ রক্তে ভেসে গিয়েছে। শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে পড়ে রয়েছে। দর্শক আসনে সার সার দেহ নেতিয়ে পড়ে রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ওই হামলায় ওই সংগঠনের সশস্ত্র বাহিনীর অনেকেই মারা গিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ সহ বহু ব্যবসায়ী, মঞ্চে থাকা গায়ক, কি-বোর্ড প্লেয়ার সহ বহু শিল্পীর মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, ওই সংগঠন মায়ানমারের সেনা নিয়ন্ত্রিত জুন্টা সরকারের বিরুদ্ধে বরাবর সরব হয়ে সশস্ত্র আন্দোলন করেছে।
Sponsored Ads
Display Your Ads Here