ব্যুরো নিউজঃ বেজিংঃ আমেরিকার এক যুদ্ধবিমান রুটিন মহড়ার সময় আচমকাই দক্ষিণ চিন সাগরে ভেঙে পড়ল। যা নিয়ে নাশকতার আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গতকাল এফ-৩৫ সি যুদ্ধবিমানটি দক্ষিণ চিন সাগরে রুটিন সফরে গিয়ে অবতরণ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়। এই দুর্ঘটনায় সাত জন সেনা আহত হয়েছেন।
এরপর বিমানের পাইলটকে আমেরিকান সেনা হেলিকপ্টার উদ্ধার করে। এদিকে দুর্ঘটনায় কবলিত যুদ্ধবিমানের বাকি আহতদের শারীরিক অবস্থাও আপাতত স্থিতিশীল আছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বেজিং দক্ষিণ চিন সাগরে নিজেদের কর্তৃত্ব কায়েম রাখতে সবরকম চেষ্টা চালাচ্ছে। অন্য দিকে আমেরিকা কোনোভাবে তা ছেড়ে দিতে প্রস্তুত নয়। আমেরিকাও বার বার সামরিক মহড়া চালিয়ে নিজেদের প্রভাব বিস্তার করতে একেবারে বদ্ধপরিকর।
যদিও আমেরিকার নৌবাহিনী এই দুর্ঘটনার কারণ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে।