নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ আজ কিছু ক্ষণের ঝড়ের তাণ্ডব আর শিলাবৃষ্টিতে একেবারে এলোমেলো দুর্গাপুর শহর। পাশাপাশি হুগলী, পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় আচমকা ঝোড়ো হাওয়ার সাথে সাথে কয়েক পশলা শিলাবৃষ্টি হয়েছে। প্রায় দশ মিনিট ধরে ঝড়ের দাপট চলতে থাকে। ঝড়ের দাপটে দুর্গাপুর জংশন মলের সামনের অংশের ছাউনি উড়ে যায়। মল সংলগ্ন বেশ কিছু বাড়ি এবং স্টলের ছাউনিও উড়ে গিয়েছে। এছাড়া শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তায় গাছ পড়ে জনজীবন ব্যাহত হয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
এমনকি খানিক ক্ষণের শিলাবৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আবার বেশ কিছু এলাকায় প্রায় ঘণ্টাখানেক ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। জেলা প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় জনজীবন স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here