নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ সন্ধেবেলা ৬টা নাগাদ হাওড়ার ডুমুরজলার ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোডের একটি বড়ো আবাসনের পাশে থাকা বস্তিতে ভয়াবহ আগুন লেগে প্রায় ৮০টি বাড়ি দাউ দাউ করে জ্বলে ওঠে। একের পর গ্যাস সিলিন্ডার ফাটতে শুরু করে। এমনকি ক্ষণিকের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
তবে আগুন দেখে আগেই বস্তিবাসীরা বাইরে বেরিয়ে এসেছিলেন। এরপর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন নিয়ে পৌঁছে যায়। এলাকার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি দ্রুততার সাথে বস্তিবাসীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।
ইতিমধ্যে দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছে গিয়েছেন। আপাতত নিরাপত্তার কারণে ড্রেনেজ ক্যানাল রোডে কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন লাগার কারণ স্পষ্ট ভাবে জানা না গেলেও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।