Indian Prime Time
True News only ....

কলেজের বেহাল অবস্থার জেরে পড়ুয়াদের বিক্ষোভ চললো রাজ কলেজে

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বর্ধমান মেডিকেল কলেজে ‘হুমকি সংস্কৃতি’র অভিযোগকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি তোলপাড়। সেখানে পড়ুয়াদের বিক্ষোভ, অধ্যক্ষকে ঘেরাওয়ের পর এবার বর্ধমানের রাজ কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পড়ুয়ারা বিক্ষোভে সামিল হয়। পাশাপাশি, অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডলের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। আর নিরঞ্জন মণ্ডলের পদত্যাগের দাবী তোলেন। আপাতত পড়ুয়াদের আন্দোলনের জেরে রাজ কলেজে অচলাবস্থা দেখা দিয়েছে।

এদিন পড়ুয়ারা কলেজে নানা সমস্যার কথা তুলে অভিযোগ তোলে যে, ‘‘গত ক’বছরে অধ্যক্ষ কি করেছেন? গত ছ’বছর ধরে কলেজের উন্নয়ন থমকে রয়েছে। কলেজের মূলফটক ভেঙে পড়েছে। কলেজের ক্লাসরুম, কমনরুম, মহিলা শৌচাগারের অবস্থা বেহাল। যেসব সিসি ক্যামেরা লাগানো আছে, সব ক’টার অবস্থাই তথৈবচ। আর অন্যান্য কলেজের থেকে এই রাজ কলেজের বেতন অনেক বেশী। কিন্তু সেখানে নানা সুবিধা ও পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফি নেওয়া হয়। তবে বাস্তবে আমরা মোটেই সেসব পরিষেবা পাই না।’’

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এদিকে, আর আন্দোলন পড়ুয়াদের বহিরাগত বলতেই তারা অধ্যক্ষের পদত্যাগের দাবী জানাতে থাকে। অন্যদিকে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজিতকুমার চৌধুরী এই অচলাবস্থার খবর পেয়ে রাজ কলেজে যান। বেশ কিছুক্ষণ বৈঠকও করেন। ওই বৈঠকে কলেজের অধ্যক্ষও উপস্থিত ছিলেন। কিন্তু গোটা বিষয় নিয়ে কোনো মতামত দিতে চাননি। কলেজের পরিচালন সমিতির সভাপতি স্বপনকুমার পান জানান, ‘‘ছাত্র-ছাত্রীদের বেশীরভাগ দাবীই মেনে নেওয়া হয়েছে। আর তিনি মেনে নেন, কলেজে আর্থিক দুর্নীতি না হলেও কিছু পদ্ধতিগত ভুল হয়েছে।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored