ব্যুরো নিউজঃ চীনঃ করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ চিনের গুয়াংঝৌ প্রদেশে শি জিনপিং সরকার ফের লকডাউন জারি করেছে। এই গুয়াংঝৌ প্রদেশ চীনের প্রধান উৎপাদন কেন্দ্র। তাই এখানে আবারও লকডাউন চালু হওয়ায় চীনের ধুঁকতে থাকা অর্থনীতি আরো তলানিতে ঠেকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এক কোটি তিরিশ লক্ষ জনসংখ্যার গুয়াংঝৌয়ে গত ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশী মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। সূত্রের খবর মারফত, ওই প্রদেশের আধিকারিকরা প্রায় পাঁচ লক্ষ বাসিন্দাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
অনির্দিষ্ট কালের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া গণপরিবহণ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার পাশাপাশি গুয়াংঝৌ থেকে বেজিং সহ অন্যান্য বড়ো শহরগামী সকল বিমান পরিষেবা বাতিল করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে করোনা সংক্রমণের সংখ্যা কমে আসায় ও মৃত্যুর সংখ্যা প্রায় শূন্য হয়ে যাওয়ায় বিশ্বের সব দেশ কোভিড বিধি শিথিল করে নিয়েছে। কিন্তু চীন কোভিড বিধিনিষেধ শিথিল করতে রাজি নয়। ফলে প্রায়শই সাধারণ মানুষের সঙ্গে সরকারী আধিকারিকদের বিবাদ হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে আগেই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) কোভিড বিধিনিষেধ শিথিল করে নেওয়ার আবেদন প্রত্যাখ্যান করেছে। এমনকি এই সরকার করোনা টিকা আমদানি করতেও অস্বীকার করেছে।