Indian Prime Time
True News only ....

প্রবল বৃষ্টিতে হাঁটুজল জমেছে তাজমহল প্রাঙ্গনে

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গত তিন দিন ধরে একটানা বৃষ্টিতে নাজেহাল আগ্রাবাসী। বৃষ্টির জেরে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি এমনই যে, তাজমহলের ছাদ চুঁইয়ে জল পড়ছে। এমনকি তাজমহল প্রাঙ্গণের বাগানেও হাঁটুজল জমেছে।

বৃহস্পতিবার থেকেই তাজমহল প্রাঙ্গণের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কুড়ি সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, তাজমহলের একটি বাগান জলে ডুবে গিয়েছে। গোটা এলাকা জুড়ে শুধু জল আর জল। কিন্তু তাতেও উৎসাহী পর্যটকদের অভাব নেই। এই দৃশ্য আবার কেউ কেউ মুঠোফোনে বন্দি করে রাখছেন!

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের (এএসআই) আগ্রা বিভাগের মুখ্য সুপারিনটেন্ডেন্ট রাজকুমার পটেল জানান, ‘‘আমাদের নজরে এসেছে তাজমহলের মূল গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ছাদ বেয়ে জল চুঁইয়ে পড়ছে। পরিদর্শনের পর প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এটি ক্ষয়ের ফলেই তৈরী হয়েছে। স্থাপত্যে বড়োসড়ো কোনো ক্ষতি হয়নি। আমরা ড্রোন ক্যামেরা ব্যবহার করে গম্বুজের অবস্থা খতিয়ে দেখেছি। এখনই চিন্তার কোনো কারণ নেই।’’

উল্লেখ্য, তাজমহল ইউনেস্কো দ্বারা অনুমোদিত বিশ্বের ঐতিহ্যমূলক স্থানগুলির অন্যতম। ১৬৫৩ সালে এই মোগল স্থাপত্যের নির্মাণকাজ শেষ হয়। তাজমহল আগ্রা সহ সারা ভারতের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতীক। স্থানীয় এক জন গাইডের কথায়, ‘‘তাজমহলকে ঘিরেই আমাদের মতো অনেকের কর্মসংস্থান। ফলে সরকারের উচিত এই স্মৃতিস্তম্ভের যথাযথ যত্ন নেওয়া।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored