Indian Prime Time
True News only ....

হাতির আতঙ্কে এবার বন দপ্তরের গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছে পরীক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার বিভিন্ন বনাঞ্চলে হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে। মূলত, সেখানকার বড়জোড়া ব্লকের খাঁড়ারি, পাবয়া, কালপাইনি, ডাকাইসিনি ও ফুলবেড়িয়া সহ জঙ্গল সংলগ্ন একাধিক গ্রামে হাতির শঙ্কায় বাসিন্দাদের ঘুম উড়েছে। ইতিমধ্যে ওই এলাকাগুলিতে ৬৮টি হাতি ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। ফলে এলাকাবাসীরা বাড়ির বাইরে পা রাখতে ভয় পাচ্ছেন।

পশ্চিম মেদিনীপুরেও একই হাল। সেখানকার জঙ্গলমহল সহ বেশ কিছু এলাকায় বন্যপ্রাণীর দাপট বেড়েছে। এদিকে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে ওই সমস্ত এলাকার পরীক্ষার্থীদের মন থেকে হাতির ভয় দূর করতে বন দপ্তরের কর্মীরা ময়দানে নেমে পড়েছেন। পুলিশ এবং বন দপ্তরের যৌথ অভিযানেই নজরদারী চালানো হচ্ছে। বন দপ্তরের কর্মীরা কাঁধে বন্দুক নিয়ে জঙ্গলে টহল দিচ্ছে। পরীক্ষার্থীরা যেন নির্ভয়ে পরীক্ষা দিতে যেতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা।

আর নজরদারীর পাশাপাশি বন দপ্তর পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিয়েছে। যে সমস্ত এলাকায় হাতি ও নানা বন্যপ্রাণীর উপদ্রব রয়েছে। সেই এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বন দপ্তরের গাড়িতে করে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.