ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ রুশ বাহিনীর যুদ্ধবিমান বা ড্রোন হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস হয়ে যাওয়ায় ৯০ লক্ষ মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমনটাই দাবী করেছেন।
উল্লেখ্য, গত অক্টোবর মাস থেকেই রাশিয়া কৌশল পাল্টে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে নিশানা করেছিল। মস্কোর গোলায় বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় জল গরম করার উপকরণ থেকে ঘরের আঁধার দূর করার আলো সবই বন্ধ। প্রায় ৯০ লক্ষ ইউক্রেনবাসী এই প্রবল ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
জেলেনস্কি জানান, ‘‘দিনরাত এক করে বিদ্যুৎকর্মীরা কাজ করছেন। রাশিয়ার লাগাতার হামলার পরেও বিদ্যুৎকেন্দ্র মেরামত করার কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের জন্য বড়দিনে কিছু মানুষের বাড়িতে অন্তত বিদ্যুৎ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হলেও স্বাভাবিক ভাবেই ঘাটতি রয়ে গিয়েছে। বহু মানুষকে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে। কিন্তু বিদ্যুৎ না থাকার পরিধি ও সময় ক্রমশ কমিয়ে আনা হচ্ছে।’’
Sponsored Ads
Display Your Ads Here