পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আর জি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসকের উপর অমানবিক অত্যাচার ও বুধবার মধ্যরাতেরবেলা আর জি কর হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডবের প্রতিবাদে আজ এসইউসিআই বারো ঘণ্টার বনধ্ ডেকেছে। এদিন সকালবেলা ৬টা থেকে এসইউসিআইয়ের ডাকা বনধ্ চলছে। এর জেরে সব জেলাতেই মিশ্র প্রতিক্রিয়া চলছে। পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার এবং লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়।
জানা যায়, এদিন ডায়মন্ড হারবার শাখায় ধামুয়া স্টেশনের ঠিক আগে ট্রেন অবরোধের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা সকালবেলা ৭টা নাগাদ রেললাইনের উপর প্ল্যাকার্ড হাতে বসে পড়েন। আর লাইনে বসেই শ্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের একটাই দাবী, “চিকিৎসক ছাত্রীর উপর অমানবিক হামলার ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দিতে হবে।” এদিকে এই অবরোধের জেরে ঘণ্টাখানেক এই শাখায় রেল চলাচল ব্যাহত হওয়ায় পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়। অন্যদিকে, লক্ষ্মীকান্তপুরে রেললাইনে কলাপাতা ফেলে বিক্ষোভ চালানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
কুলপি, মথুরাপুর এবং মগরাহাট এলাকাতেও বনধের ভালো সাড়া পড়েছে। সকালবেলা থেকেই মথুরাপুর দুই নম্বর ব্লক এসইউসিআই নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা রায়দিঘি বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভে অংশ নিয়েছিল। ফলে রায়দিঘি বাস স্ট্যান্ড, কলেজ মোড় সহ বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ থাকায় রায়দিঘি-ডায়মন্ড হারবার রোডে যান চলাচলে ব্যাঘাত ঘটছে। আর তাই রায়দিঘি বাসস্ট্যান্ড থেকে ময়রামহল অবধি প্রচুর বাস এবং ট্রেকার দাঁড়িয়ে রয়েছে। যদিও ধর্মঘটকে কেন্দ্র করে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বিশাল পুলিশ বাহিনী রাস্তাতে মোতায়েন রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here