নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ কাঁকসা থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তপবন সিটি আবাসনের ৫৮ নম্বর টাওয়ারের লিফটের তার ছিঁড়ে এক সেনা জওয়ান গুরুতর আহত হন। কিন্তু আবাসন কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ নিয়ে কোনো হেলদোল না থাকায় গতকাল কাঁকসার তপোবন সিটি হাউজিং এলাকার আবাসিকরা আবাসন কর্তৃপক্ষের দফতর ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। আবাসন সংস্থার দপ্তরে তালাও লাগিয়ে দেওয়া হয় এরপর কর্তৃপক্ষের সাথে আবাসিকদের বচসাও হয়। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বৃহস্পতিবার কৃশানু বন্দ্যোপাধ্যায় নামে এক জন জওয়ান ওই আবাসনের পাঁচ তলা থেকে নীচে নামার জন্য লিফটে উঠলে লিফটের তার ছিঁড়ে নীচে পড়ে যায়। তারপর কৃশাণুবাবুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এরপরেই আবাসিকরা আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে রক্ষণাবেক্ষণ নিয়ে গাফিলতির অভিযোগ তুলে সরব হন। আবাসন কর্তৃপক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করে দেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পাশাপাশি রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণ জানতে চাইলে আবাসন কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয়। পরে আবাসিকরা আবাসন সংস্থার কর্মীদের দপ্তর থেকে বের করে তালা ঝুলিয়ে দেন। আবাসন সংস্থার ম্যানেজার কৌশিক চক্রবর্তী বলেন, “আবাসিকরা হয়তো কিছু দাবী-দাওয়া নিয়ে আন্দোলন করছেন। আমাদের কাছে সেই সব কিছু জানানো হয়নি। তবে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ব্যবস্থা করা হবে।”