নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ স্বামী দ্বিতীয় বিয়ে করায় স্ত্রী রাগের চোটে হাইওয়ে অবরোধ করে দিলেন। অবশ্য প্রথমেই তিনি রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেননি এক্ষেত্রে সবার আগে তিনি স্থানীয় থানায় অভিযোগ করেছিলেন কিন্তু সেখানে কেউ অভিযোগ না নেওয়ায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, বিহারের ধানবাদের নিরসা এলাকার বাসিন্দা পুষ্পা দেবীর অভিযোগ, “তার স্বামী উমেশ যাদব ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যেরা তার ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন করতেন। এরপর ফের একদিন উমেশবাবু বিয়ে করেন। তবে বিয়ের আগে পুষ্পা দেবীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ না হওয়ায় নিরসা থানার দ্বারস্থ হয়ে সমস্ত ঘটনা বিস্তারিত ভাবে জানালেও কেউ সাহায্য করেনি”।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর নিরুপায় হয়ে পুষ্পা দেবী বাপের বাড়ির সদস্য সহ মহিলা সমিতির কিছু সদস্যদের নিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে ধর্নায় বসেন। এই ধর্নার জেরে ব্যস্ত দিল্লি-হাওড়া সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যার জেরে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে আসা বহু লরি-ট্রাক সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
পুষ্পা দেবীর এই ধর্নার ফলে নিরসা থানার পুলিশ অভিযোগ নেওয়ার আশ্বাসের পর ধর্না ওঠে। নিরসা থানার ইন চার্জ সুভাষ সিং জানিয়েছেন, “পুষ্পা দেবীর স্বামীর সাথে যুক্ত অন্যান্য অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর নেওয়া হবে। এর পাশাপাশি সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করা হবে”।
Sponsored Ads
Display Your Ads Here