নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। বিশেষত পশ্চিমাঞ্চলের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে পুরুলিয়ার এক নম্বর রমাইগড়া গ্রামের শবরটোলায় বাড়ি ভেঙে চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আর ৩ জন আহত হয়েছেন। এখনো মৃতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে মাটি নরম হতে থাকে। আর গতকাল রাতেরবেলা অতিরিক্ত বৃষ্টির জেরে মাটির বাড়িটি ভেঙে পড়ে। ওই সময় বাড়িতে পরিবারের ছ’জন সদস্য ঘুমিয়ে ছিলেন। হঠাৎ হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়ায় কেউ বেরোতে পারেননি। তাই ভিতরেই আটকে তিন জনের মৃত্যু হয়। টামনা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহগুলি উদ্ধার করেন।
আর তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে চাকলতোড়ে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জেলা সভাধিপতি নিবেদিত মাহাতো এই প্রসঙ্গে জানান, “ওই পরিবার আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন। কিন্তু সেখানে না থেকে একটা জঙ্গল ঘেরা নির্জন জায়গায় মাটির বাড়িতে থাকতেন। তবে আবাস যোজনার টাকা দিয়ে মাটির বাড়ি তৈরী হয়েছিল কিনা, সেটাই দেখার।”
Sponsored Ads
Display Your Ads Here