নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকায় পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে ট্রাকের নীচে বিশেষ কায়দায় তৈরী গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধারপ্রাপ্ত এই মাদকের বাজারমূল্য আনুমানিক ছয় লক্ষ টাকারও বেশী।
পুলিশ সূত্রে জানা খবর, জোড়াকুটি এলাকা দিয়ে বিপুল পরিমাণে গাঁজা পাচার করার চেষ্টা হচ্ছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসটিএফ এবং কোতোয়ালি থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে অভিযানে নামে। ওই সময় একটি ট্রাক ওড়িশার গঞ্জাম থেকে নদীয়ার করিমপুরের দিকে আসছিল। এরপর ওই সন্দেহভাজন পণ্যবাহী ট্রাকটিকে আটক করতেই ভিতর থেকে ৬৮ বস্তা গাঁজা উদ্ধার হয়। যার ওজন প্রায় এক কুইন্টাল ৩০ কেজি।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে এক জনের বাড়ি নদীয়ার পলাশিপাড়া থানা এলাকায়। অন্য জন মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই বিপুল পরিমাণ মাদক ওড়িশা থেকে গাঁজা নিয়ে এসে করিমপুরের সীমান্ত এলাকায় দু’জন ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে এলাকাবাসীদের কেউ এই পাচার চক্রের সাথে জড়িত কি না, তা জানতে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে।
Sponsored Ads
Display Your Ads Here