নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ আবারও ভারতীয় নৌবাহিনী ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গুজরাতের পোরবন্দরের কাছে একটি পাকিস্তানি জাহাজ আটক করেছে। এবার ওই জাহাজ থেকে ৪৮০ কোটি টাকার মাদক উদ্ধার সহ ছ’জন পাকিস্তানিকেও নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। ভারতীয় নৌবাহিনী এবং এনসিবির সাথে যৌথ অভিযানে অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) অংশ নিয়েছিল।
নৌ সেনা সূত্রে খবর, গতকাল রাতেরবেলা তল্লাশি চালানোর সময় একটি জাহাজকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর জাহাজটিকে দাঁড়াতে বলা হলে জাহাজটি উল্টো দিকে পালাতে শুরু করে। তারপর পোরবন্দর থেকে ৩৫০ কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে জাহাজটিকে আটক করা হয়। ওই জাহাজটি অবৈধ ভাবে ভারতের ভূ-খণ্ডে প্রবেশ করার চেষ্টা করছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ওই জাহাজের মধ্যে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৪৮০ কোটি টাকারও বেশী। এর পাশাপাশি ওই জাহাজে থাকা যে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে তারা সকলেই পাকিস্তানের বাসিন্দা। আপাতত ওই মাদক কোথায় কি উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল, তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here